Pages

Tuesday, March 26, 2013

মোরগ পোলাও(Morog polau



উপকরণ: 
চাল, 
একটি মুরগি (চার ভাগ করা), 
পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, 
তেল, 
ঘি, 
পেঁয়াজ, 
আদা, 
রসুন, 
ছোট এলাচ, 
দারচিনি, 
জয়ত্রি, 
জয়ফল, 
লবঙ্গ, 
শাহি জিরা, 
টকদই, 
দুধ, 
কাঁচামরিচ, 
সাদা গোলমরিচ, 
লবণ পরিমাণমতো, 
শুকনা মরিচ, 
কাঁচামরিচ, 
আদা, 
রসুন, 
ভাজা পেঁয়াজ।

প্রণালি:

মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ-পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর 

মুরগির টুকরা লবণ-পানি থেকে তুলে ফেলতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, 

দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ 

বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে 

দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না 

করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার মোরগ পোলাও।

Saturday, March 23, 2013

বেকড চিকেন ( তেল ছাড়া )


উপকরণ :                                                   

মুরগি ৪ টুকরা
ধনে পাতা ১/২ কাপ
পুদিনা পাতা ১/২ কাপ
রসুন কোয়া ২ টেবিল চামচ
লবন স্বাদমত
লেবুর রস ২ টেবিল চামচ
দই ২ টেবিল চামচ ( ননী মুক্ত )
গোল মরিচ ১ ১/২ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ

প্রণালী :

মুরগির টুকরো গুলোকে ধুয়ে শুকিয়ে নিন |
এখন হামানদিস্তায় গোল মরিচ ভেঙ্গে নিন |
এতে রসুন কোয়া দিয়ে থেতলে নিন |
এখন এতে ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে থেতলে একটি মিশ্রণ তৈরী করুন |
এই মিশ্রণ একটি পাত্রে নিয়ে সাথে ধনে গুড়া, লেবুর রস, লবন ও দই এর সাথে ভালো করে মেশান |
একন এই মিশ্রণ মুরগির টুকরো গুলোতে মেখে নিন এবং ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখুন |
ওভেনকে pre heat করুন ৩৭৫ F
ওভেন proof non stick pan এ মুরগির টুকরোগুলো সাজান |
ঢাকনা বা এলুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ৩৫ মিনিট বেক করুন |
pan ওভেন থেকে বের করে নিন এবং চুলায় দিয়ে তরল পদার্থ শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মুরগির টুকরো গুলো সোনালী রং ধারণ করা পর্যন্ত রান্না করুন |
সালাদের সাথে পরিবেশন করুন |

Friday, March 22, 2013

চিকেন মাশরুম কারি

উপকরণ :


মুরগি ৭৫০ গ্রাম ( মাঝারি আকারে কাটা )
মাশরুম ২০ টা
টমেটো ১ টা ( মাঝারি )
পেঁয়াজ ১ টা ( মাঝারি )
রসুন ৫-৭ কোয়া
আদা ১ ইঞ্চি
হলুদ গুড়া ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
অলিভ অয়েল প্রয়োজনমত


প্রণালী :

আদা, রসুন, পেঁয়াজ নিয়ে মিশ্রণ তৈরী করুন |
মাশরুম ভালো করে ধুয়ে ১/৪ আকারে কেটে নিন |
কড়াইতে তেল দিন আর তেল গরম হলে তাতে আদা,রসুন,পেঁয়াজের মিশ্রণটা দিন |
তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন |
এতে বাকি মসলা দিন ও ১ থেকে ২ মিনিট ভাজুন |
এখন মুরগির টুকরো, মাশরুম ও টমেটো দিন |
লবন দিন |
ঢেকে মধ্যম আঁচে মুরগি নরম হওয়া পর্যন্ত রান্না করুন |
পরিবেশন করুন |

Thursday, March 21, 2013

বিফ ঝাল ফ্রাই(Spicy beef fry)



উপকরণ :

গরুর মাংস ২০০ গ্রাম

পেঁয়াজ ৩ টা ( কিউব করে কাটা )

টমেটো ২ টা ( কিউব করে কাটা )

কাপ্সিকাম ১ টা ( কিউব করে কাটা )

জিরা গুড়া ১/২ চা চামচ

ক্রিম ১/২ চা চামচ

আদা রসুনের রস ১ টেবিল চামচ

হলুদ গুড়া ১/২ চা চামচ

মরিচ গুড়া ১/২ চা চামচ

ধনে গুড়া ১/২ চা চামচ

লবন স্বাদমত

প্রণালী :

মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন |

সব উপকরণ একসঙ্গে মিলিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হলে হালকা নাড়াচাড়া করুন |

ঢাকনা দিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন |

তারপর পরিমানমত লবন দিয়ে কিছু সময় পর নামিয়ে পরিবেশন করুন |


Wednesday, March 20, 2013

দই বড়া(dahi bara)


উপকরণ :                           

দই ১/২ কাপ
ভুনা জিরা মসলা ১/২ চা চামচ
মরিচ গুড়া ১/৪ চা চামচ
কাঁচা মরিচ ১ টা
ধনে পাতা ১ চা চামচ
লবন স্বাদমত

বড়ার জন্য :

সাদা ডাল ১০০ গ্রাম
বেকিং পাউডার ১/২
লবন ২ চা চামচ
তেল ভাজার জন্য

চাটনির জন্য 
:

তেঁতুল ২ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
লবন সামান্য


প্রণালী :

সাদা ডাল ভালো করে ধুয়ে ১ ঘন্টা পানি তে ভিজিয়ে রাখুন |
সামান্য পানি দিয়ে ডালের মসৃন মিশ্রন তৈরী করুন |
বেকিং পাউডার দিন ও ভালো করে মেশান |
একটি পাত্রে পানি নিন ও সাথে লবন দিন |
কড়াইতে তেল দিন বড়া ভাজার জন্য |
তেল গরম হলে ১ টেবিল চামচ সমান ডালের মিশ্রণ নিয়ে তেলে দিন |
যখন বড়া ফুলে উঠবে ও বাদামী বর্ণ হবে তখন উল্টিয়ে দিন ও ওপর পিঠ বাদামী বর্ণ করে ভাজুন |
বড়া উঠিয়ে নিয়ে লবন মিশ্রিত পানিতে দিন |
বাকি সব বড়া ও লবন মিশ্রিত পানিতে ভিজিয়ে নিন |
চাটনি বানানোর জন্য কড়াইতে ১/২ কাপ পানি সেদ্ধ করতে দিন |
তেঁতুল ২-৩ টেবিল চামচ পানিতে ভালো করে মেশান ও সেটা কড়াইয়ের পানিতে মিশিয়ে দিন |
এখন চিনি ও লবন মেশান এবং ফুটতে দিন ও মাঝে মাঝে নাড়ুন |
চাটনি যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন |
দই বানানোর জন্য একটু পাত্রে দই নিন সাথে ১/২ কাপ পানি দিন |
লবন মেশান ও ভালো করে ফেটে নিন |
দই মসৃন হতে হবে না বেসি ঘন না বেশি পাতলা |
বড়া গুলুকে সাজানোর জন্য একটি পরিবেশন পত্র নিন |
এখন বড়া গুলোকে লবন মিশ্রিত পানি থেকে বের করে চেপে পানি বের করে দিন এবং পরিবেশন পাত্রে সাজিয়ে নিন |
এখন দই বড়া গুলোর ওপরে ছড়িয়ে দিন |
এখন বড়া গুলোর উপরে চাটনি ছড়িয়ে দিন যাতে প্রত্যেক বড়ার উপর চাটনি পড়ে |
মরিচ গুড়া ও ভুনা জিরা গুড়া এর উপর ছিটিয়ে দিন |
শেষে মরিচ কুচি ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন |
ঠান্ডা পরিবেশন করুন |

চিলি চিজ টোস্ট

উপকরণ :                             

পনির ৫০ গ্রাম

ডিম ২ টা

পাউরুটি ৫ টা

ময়দা ৪ টেবিল চামচ

কাঁচ মরিচ ২ টা

লবন স্বাদমত

                                                                                                                  তেল প্রয়োজনমত

প্রণালী :

পাউরুটির সাইড গুলো কেটে নিন তার পর এটাকে ৪ টুকরো করুন |

একটি পাত্রে ডিম ফেটে নিন |
পনির গুড়া করে ডিমের সাথে মেশান |

এখন এটার সাথে ময়দা, কাঁচা মরিচ ও লবন মেশান |

কড়াইতে তেল দিতে গরম করতে দিন |

এখন পাউরুটির কাটা টুকরো নিয়ে এক দিকে ২ টেবিল চামচ পরিমান ডিম মিশ্রণ দিন |

তত্ক্ষনাৎ তেলে টুকরোটি দিন যে দিকে মিশ্রণ দেয়া হয়েছে সেই দিকটা তেলের দিকে দিন |

এখন দু'দিক দিয়ে স্বর্ণালী বাদামী করে ভাজুন |

গরম গরম পরিবেশন করুন |



Tuesday, March 19, 2013

গ্রিল চিকেন..


উপকরণঃ


১। মুরগি আস্ত ১টা
২। আদাবাটা ১ টেবিল চামচ
৩। টমেটো সস ১ টেবিল চামচ
৪। রসুনবাটা ১ চা চামচ
৫। মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৬। টক দই সিকি কাপ
৭। লেবুর রস ১ টেবিল চামচ
৮। তন্দুরি মসলা ১ টেবিল চামচ
৯। পোস্তদানাবাটা ১ টেবিল চামচ
১০। জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, বিট লবণ, জিরা ও পাঁচফোড়ন মিলিয়ে গুঁড়া করা ১ চা চামচ
১১। কেশর ১ চিমটি
১২। ঘি বা মারজারিন ৪ টেবিল চামচ
১৩। লবণ পরিমাণমতো
১৪। চিনি ১ টেবিল চামচ
১৫। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
১৬। সাদা গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ



প্রণালিঃ


আস্ত মুরগি কাঁটা চামচ দিয়ে কেচে সব মসলা ও লবণ দিয়ে এক ঘণ্টা রেখে দিন। অল্প মসলা তুলে 

আলাদা করে রাখুন। এবার ২০০ ডিগ্রি তাপে ওভেনে ৪০-৪৫ মিনিট অথবা চুলায় কয়লার 

আগুনে গ্রিল করুন। পোড়া পোড়া হলে নামিয়ে রাখুন। পাত্রে ঘি বা মারজারিন দিয়ে মুরগির 

অবশিষ্ট মসলা ও বাকি উপকরণগুলোর সঙ্গে টক দই ও পেঁয়াজ বেরেস্তা ভেঙে সামান্য পানি দিয়ে 

কষিয়ে ভুনা করে নামাতে হবে। ভুনা মসলার সঙ্গে গ্রিল করা মুরগি ভালোভাবে মাখিয়ে নানরুটি 

অথবা পরোটার সঙ্গে পরিবেশন।







   

Monday, March 18, 2013

কমলা ভোগ

উপকরণ:             


১. ফুল ক্রিম দুধ,


২. সামান্য সুজি,


৩. অরেঞ্জ ফ্লেবার,


৪.হলুদ ফুড কালার

৫. চিনি,

৬. জল.


 প্রণালী:

দুধটাকে ছানা বানিয়ে নাও। এবার ছানার জল সম্পূর্ণভাবে ঝরিয়ে ছানাটাকে ভালোভাবে মাখতে হবে। যখন একদম ভালো করে মাখা হয়ে যাবে তখন সামান্য সুজি, একটু 
অরেঞ্জ ফ্লেবার আর সামান্য হলুদ ফুড কালার দিয়ে দাও। ভালো করে মিশ্রণটি ফেটাতে হবে যাতে color টা ভালোভাবে মিশে যায়। এবার প্রেসার কুকারে জল ও চিনি দিয়ে ফোটাতে বসিয়ে দাও, রস বানানোর জন্যে। যখন টগবগ করে ফুটতে থাকবে তখন ঐ ছানা-সুজির মিশ্রণ থেকে ছোট ছোট গোলা বানিয়ে প্রেসার কুকারে দিয়ে দাও। আমি রসের মধ্যেও সামান্য  অরেঞ্জ ফ্লেবার দিই । এরপর প্রেসার কুকারে whistle টা খুলে দিয়ে আমি 25-30 মিনিট রেখে দিই। ব্যস হয়ে গেল রেডি কমলাভোগ।

Sunday, March 17, 2013

চিকেন পপক্রন














উপকরণ :

মুরগির বুকের মাংস ( ছোট ছোট টুকরা, হাড় বিহীন
 )

আদা রসুন বাটা ১ টেবিল চামচ

গোলমরিচের গুড়া ২ চা চামচ

লবন স্বাদমত

মরিচ গুড়া সামান্ন

ডিম ১ টা ( ফেটানো )

বিস্কুটের গুড়া ১ কাপ

মাখন ২ টেবিল চামচ

তেল পরিমান মত

১ টেবিল চামচ ময়দা



প্রণালী :

১) প্রথমে মাংস ধুয়ে তাতে আদা ও রসুন বাটা এবং স্বাদমত লবন দিয়ে আধা সেদ্ধ করুন । 

২) এবার ডিম ,মরিচ গুড়া, মাখন, লবন,ময়দা সব এক সাথে মাখিয়ে ক্রিমের মত প্রলেপ বানাতে হবে।

৩) এবার মাংসের টুকর গুলর গায়ে এই প্রলেপ মাখিয়ে নিতে হবে।

৪) তারপর এর উপর বিস্কুটের গুড়া মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

৫) এবার গরম ডুবন্ত তেলে ভেজে তুলুন । গরম গরম পরিবেশন করুন |

সন্দেশ












উপকরণ :                                                                                                  

১. দুধ (২ লিটার)                                                                                                           

২. চিনি (৩/৪ কাপ)

৩. লেবুর রস (১ ১/২ টি)                                                                              

৪. মাখন (১/২ চামচ)




প্রণালী :

দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে প্রথমে ছানা বানাতে হবে। ছানা থেকে ভাল করে জল ছেঁকে 

নিতে হবে। ছানা আর চিনি আগে থেকে মিক্স করে নিতে হবে। কড়াতে অল্প মাখন লাগিয়ে 

হালকা আঁচে ছানা আর চিনির মিশ্রনটাকে নাড়তে হবে। ঘন হয়ে এলেই ঠান্ডা করে সন্দেশের 

মোল্ডে নানারকম আকারে সন্দেশ তৈরি করা যাবে।

Saturday, March 16, 2013

গোলাপ জাম...।


উপকরণ : 

১. মিল্ক পাউডার (৩ কাপ)


২. ময়দা (১ কাপ) + বেকিং পাউডার (১ টেবল চামচ) অথবা


ময়দা (১/২ কাপ) + selfrasing flour(১/২ কাপ) + বেকিং পাউডার ( ১ টেবল চামচ)


৩. ঘি (২ টেবল চামচ)


৪. ছোট এলাচ পাউডার (১ চা’চামচ)

৫. চিনি (৫ কাপ)


৬. জল (৭ কাপ)


৭. প্যাকেট বা ফ্রেস ক্রীম (২৫০মিলি বা তারও কম)


৮. তেল (২৫০মিলি) + ঘি (২ টেবল চামচ) [ ভাজার জন্য ]


৯. গোলাপ জল 


১০. জাফরান 


প্রণালী : 


প্রথমে রসটা তৈরী করো। এটা এক তারের রস হবে, প্রয়োজনে আরও একটু চিনি দিতে পারো। 


এইবার ময়দা, মিল্ক পাউডার, বেকিং পাউডার, ১ টেবল চামচ গলানো ঘি, এলাচ পাউডার ভালো 

করে মিশিয়ে ক্রীম দিয়ে ধীরে ধীরে মাখো। আটা মাখার মতো নরম হওয়া চাই ডো টা। বাকি ঘি 

ডো তে মাখিয়ে দাও। যদি মনে করো তবে সামান্য ক্রীম এর সাথে জাফরান মিশিয়ে দিতে পারো 

ভালো গন্ধের জন্য। ঘি মাখানোর আগেই ওটা দিতে হবে। এইবার ওই dough থেকে লেচি নিয়ে 

গোল্লা পাকাও। তেল ও ঘি ভালো করে গরম করে নাও। তারপর গ্যাসটা কমিয়ে দাও। আস্তে আস্তে 

৩-৪টে করে ছাড়ো। দুপিঠ ভালো করে গাঢ় বাদামী করে ভেজে তোলো। সবগুলো ভেজে গরম 

রসে ফেলো। ১-২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দাও। ঠান্ডা হলে ওতেও গোলাপ জল ১ টেবল 

চামচ মেশাতে পারো। এরপর ২-৩ ঘন্টা রেখে পরিবেশন করো। তবে পরিবেশন করার সময় 

মাইক্রোওয়েভ এ গরম করে দিলে ভালো হয়। নরম তুলতুলে গুলাব জামুন তৈরী।


গুড়ের-পানতোয়া







উপকরণ : 

ছানা ২ কাপ, 
ময়দা আধা কাপ, 
মাওয়া দেড় কাপ, 
গুড় ১ টেবিল চামচ, 
এলাচ গুঁড়া সামান্য, 
ঘি সোয়া ৩ টেবিল চামচ,
খাবার সোডা আদা চা চামচ, তেল ভাজার জন্য।


প্রণালী : 

ছানা গ্রেট করে নিন। অন্য পাত্রে ঘি, ময়দা, সোডা, গুড়, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। 

এবার ছানার সঙ্গে মেখে গোল্লা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সঙ্গে সঙ্গে 

সিরায় ডুবিয়ে দিন। এভাবে কয়েক ঘণ্টা রাখুন।


সিরা : 

পানি ৪ কাপ, গুড় ২ কাপ। একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করে নিন।

Friday, March 15, 2013

চাপ....(গরুর মাংসের)









উপকরণ :

গরুর মাংস ৫০০ গ্রাম (কুঁজের হলে ভালো হয়), 
আদা বাটা ১ চা চামচ, 
রসুন বাটা আধা চা চামচ, 
টক দই ২ টেবিল চামচ, 
শুকনা মরিচ বাটা ১ চা চামচ, 
জায়ফল কোয়ার্টার ভাগ, 
জিরা সিকি চা চামচ, 
জয়ত্রী ৩টি, গোলমরিচ সিকি চা চামচ, 
 দারুচিনি ২ টুকরা, 
এলাচ ছোট ২টি ও বড় ১টি সব একসঙ্গে গুঁড়া করে নিতে হবে। পেঁয়াজ মোটা করে কাটা ২টি (বড়), 
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, 
খোসাসহ কাঁচা পেঁপে বাটা ১ টেবিল চামচ, 
সরিষার তেল আধা কাপ, 
সয়াবিন তেল সিকি কাপ, 
 কর্নফাওয়ার ১ টেবিল চামচ, 
লবন পরিমাণমতো ।


প্রণালী :


মাংসের সঙ্গে সবকিছু মাখিযে ২-৩ ঘন্টা রাখতে হবে । এবার তাওয়ায় তেল দিয়ে মাখানো মাংস অল্প আঁচে 

কষাতে হবে। কালচে রং এলে মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে।


ফ্রাইড চিকেন






















উপকরণ ঃ

মুরগি = ৬-৭ টুকরা করে কাটা

সয়া সস = ২ টেবিল চামচ

টম্যাটো / চিলি সস =১ টেবিল চামচ

দুধ =১ টেবিল চামচ

মেয়নেজ / মাখন = ২ চা চামচ অথবা ঘি = ১ চা চামচ

পেঁয়াজ বাটা=১ চা চামচ

রসুন বাটা= দেড় চা চামচ

আদা বাটা = ১/২ চা চামচ

বেকিং পাউডার = ১ চা চামচ

ময়দা =৬ টেবিল চামচ

লবণ, গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড গুঁড়া = পরিমাণ মতো

তেল = পরিমাণ মত (ভাজার জন্য)


প্রণালী ঃ


মুরগির টুকরো সয়া সস, টম্যাটো / চিলি সস ,দুধ,মেয়নেজ / মাখন / ঘি ,পেঁয়াজ, আদা, রসুন বাটা 

মেখে ৩-৪ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন ।

এবারে শুকনো ময়দায় লবণ,বেকিং পাউডার,গোলমরিচের গুঁড়া, মাস্টার্ডের গুঁড়া মিশিয়ে নিন ।

মুরগি টুকরো 

গুলোতে এই মিশ্রণ ভালকরে চারপাশে মাখিয়ে নিন ।ডুবো তেলে , অল্প আঁচে,সোনালী করে 

ভেজে তুলুন।


বি.দ্রঃ মুরগির টুকরায় ময়দা মাখানোর সময় হাত শুকনা রাখুন । এতে ময়দা দলা পাকিয়ে যাবেনা ।

Wednesday, March 13, 2013

আলু পরটা ইজি...






















উপকরণঃ


১) ৪/৫ টি আলু সিদ্ধ ও ভরতা করা

২) ১টি পেয়াজ (কুচি কুচি মিহি কোরে কাটা)

৩) ১ টি মরিচ  (কুচি কুচি মিহি কোরে কাটা) আথবা ১/২ চা চামচ মরিচ গুড়া

৪) ১ টেবিল চামচ গরোম মসলা গুড়া 

৫) ১ টেবিল চামচ আম চুর/সুকনা আম পাউডার (ফ্লেবার এর জন্ন)

৬) লবন (পরিমান মত)

৭) ঘি/তেল

৮) ময়দা/আটা পরিমান মত

প্রস্তুত প্রনালিঃ


১) প্রথমে , আলু সিদ্ধ করে ছিলে নিতে হবে ।









২)  সব মসলা মিসিয়ে নিয়ে আলু ভরতা করতে হবে ।











৩) রুটির ডো বানিয়ে নিতে হবে। এবার রুটি বানাতে হবে।










৪) এবার রুটির উপর আলুর ভরতা পরিমান মত রাখতে হবে।












৫) এবার এর উপর আর ও একটা রুটি দিয়ে চারপাস চেপে দিতে হবে।












৬) এবার রুটি বেলে ফেলতে হবে।












৭) এবার তেল/ঘি দিয়ে ভাজতে হবে । আলু পরটা রেডি....।



*এটি বানানর আর একটি প্রনালি ক্রমানুসারে নিচের ছবিতে দেয়া হল ...।
১).



২).
                                


).
                                                   

).
               


প্রস্তুত হয়ে গেল আর এক ধরনের পরটা সেপ।


এটি নানা রকম চাটনির সাথে পরিবেসন করুন।